ঘূর্ণিঝড় মোখা

রাস্তায় পড়ে থাকা গাছ অপসারণ করছে ফায়ার সার্ভিস

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: মে ১৫, ২০২৩, ০১:৫৭ পিএম
রাস্তায় পড়ে থাকা গাছ অপসারণ করছে ফায়ার সার্ভিস

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে টেকনাফে বিধ্বস্ত গাছ পড়ে রাস্তা আটকে যাওয়ায় টেকনাফ ফায়ার স্টেশন থেকে তা অপসারণ করে রাস্তা চলাচল উপযোগী করছে। 

রোববার (১৪ মে) রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখার আঘাতে টেকনাফ রাস্তায় রাস্তায় বিধ্বস্ত হওয়া গাছগুলো অপসারণ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা। যান চলাচলে উপযোগী করতে রাস্তা পরিষ্কার করছেন তারা।

এছাড়া উখিয়া ফায়ার স্টেশনও বিভিন্ন স্থানে ঝড়ে বিধ্বস্ত গাছ পড়ে রাস্তা আটকে যাওয়ায় তা অপসারণ করে রাস্তা চলাচল উপযোগী করছে। যেখানে রাস্তায় গাছপালা পড়ে আটকে আছে, সেখানেই অপসারণ করছে ফায়ার সার্ভিস।

এইচআর