ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ইঞ্জিন বিকল: ৩ ঘন্টা পর চলাচল স্বাভাবিক

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: মে ১৮, ২০২৩, ০৭:৩৩ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ইঞ্জিন বিকল: ৩ ঘন্টা পর চলাচল স্বাভাবিক
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ মে) বিকেল ৫টায় আশুগঞ্জের তালশহর থেকে নতুন ইঞ্জিন লাগানোর পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ (এসআই) মো. হাতেম আলী ভূঁইয়া জানান, দুপুর ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে তিতাস ট্রেনটি ঢাকা যাওয়ার পথে আশুগঞ্জের তালশহর এলাকায় ইঞ্জিন বিকল হয়ে যায়। 

পরে আখাউড়া জংশন থেকে নতুন একটি ইঞ্জিন এনে লাগানো হলে বিকেল ৫টায় তালশহর থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এখন আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আরএস