ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশিত: মে ১৯, ২০২৩, ০৩:২১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবক আটক

কক্সবাজার থেকে ঢাকায় পাচারকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে ২৬ হাজার ৭শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব-১৪ । 

শুক্রবার সকালে র‌্যাবের পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আটককৃতরা হলো কক্সবাজার জেলার চকরিয়া থানার আবু সাইদ আকিব (২৬) ও বান্দরবান জেলার লামা থানার মো. হেফাজ উদ্দিন (২২)।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-১৪ এর স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী জানান, একটি চক্র কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক পাচার করছে এমন তথ্যের ভিত্তিতে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুরে অভিযান চালায় র‌্যাব। 

এ সময় সন্দেহজনক মিনি ট্রাকটিতে তল্লাশি চালিয়ে চেসিসের ভিতরে কৌশলে লুকিয়ে রাখা ২৬ হাজার ৭শ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের ২ জনকে আটক করা হয়। 

আটককৃতরা দেশের বিভিন্ন এলাকায় মাদক পাচার করে বলে স্বীকার করেছে। জব্দকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৮০ লাখ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ান্ত্রণ আইনে মামলা দায়েরের কাজ প্রক্রিয়াধীন।

এইচআর