বুড়িমারী স্থলবন্দর

পাথরভাঙ্গা শ্রমিক ও মালিকদের পেশাগত স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: মে ১৯, ২০২৩, ০৬:০৩ পিএম
পাথরভাঙ্গা শ্রমিক ও মালিকদের পেশাগত স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বুড়িমারী স্থলবন্দর এলাকায় পাথরভাঙ্গা শ্রমিক ও মালিকদের নিয়ে দিনব্যাপী পেশাগত স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার(১৯ মে ) সকাল দশটায় সেইফটি এন্ড রাইটস সোসাইটির  আয়োজনে বুড়িমারী  ডাকবাংলো হলরুমে এই প্রশিক্ষণ শুরু হয় চলে দিনব্যাপী। এতে বুড়িমারী স্থলবন্দর এলাকায় অবস্থিত বিভিন্ন পাথর ভাঙ্গা কারখানার প্রায় ২০ জন কর্মরত শ্রমিক ও মালিক উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে পাথর ভাঙ্গা কাজে নিয়োজিত শ্রমিকদের পেশাগত ব্যাধি, স্বাস্থ্য সচেতনতা ও নিরাপত্তা বিষয়ক আলোচনা করা হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন- কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক মেহেদী হাসান। 

এ সময় উপস্থিত ছিলেন সেইফটি অ্যান্ড রাইটস সোসাইটির আইন বিষয়ক কর্মকর্তা অ্যাডভোকেট হাসিনা খানম প্রমুখ।

আরএস