কুড়িগ্রামের উলিপুরে অভ্যন্তরীন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) বিকালে খাদ্য গুদাম চত্বরে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম.এ মতিন।
উপজেলা খাদ্য অফিস সূত্র জানায়, ৩০ টাকা কেজি দরে ১হাজার ৯শ ৬০ মেঃ টন ধান ও ৪৪ টাকা কেজি দরে ১ হাজার ৪শ ৮১ মেঃ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এ কার্যক্রম আগামী ৩১ আগষ্ট পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার কৃষক আব্দুর রহমানের ১ মেঃ টন ধান ক্রয় করা হয়।
ধান ও চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজবাহুল হক, খাদ্য গুদাম কর্মকর্তা শফিকুল ইসলাম, তবকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম রাজা প্রমুখ।
আরএস