চন্দনাইশে টাকা ও মোবাইলসহ ১০ ছিনতাইকারী গ্রেপ্তার

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: মে ২৬, ২০২৩, ০৫:০৪ পিএম
চন্দনাইশে টাকা ও মোবাইলসহ ১০ ছিনতাইকারী গ্রেপ্তার

চন্দনাইশে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকৃত টাকা ও মোবাইলসহ ১০ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।

থানা পুলিশ জানায়, উপজেলার দক্ষিণ গাছবাড়ীয়া বুলার তালুক এলাকার সানাফ এন্টারপ্রাইজ ব্যবসা প্রতিষ্ঠানের সেইলকৃত মালামালের আমদানির টাকা তুলে টেম্পু নিয়ে গত ২৪মে রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পাঠানীপুল এলাকায় পৌছলে ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার আবদুল জব্বার (২২) ও টেম্পু গাড়িচালক নাসিরকে (২১) একদল ছিনতাইকারী গাড়ি গতিরোধ করে মারধর করে ২ লাখ টাকা ও ২০ হাজার মূল্যের মোবাইল সেট ছিনতাই করে পালিয়ে যায়।

পরে ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ী মো. সরোয়ার কামাল থানায় মামলা করলে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলার বৈলতলী এলাকার মৃত জসীম উদ্দীনের ছেলে মো. আরিফুল ইসলাম (৩৩) ও  দক্ষিণ হাশিমপুর ভান্ডারী পাড়া এলাকার মো. আবু তৈয়বের পুত্র মো. ইসমাইলসহ (২২) অজ্ঞাতনামা আরো ৮ আসামিকে গ্রেপ্তার করেছে।

চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তার আসামিদের কাছ থেকে ১লাখ টাকা ও মোবাইল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ মে) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।  

এইচআর