মিঠাপুকুরে পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ৩

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি প্রকাশিত: মে ৩১, ২০২৩, ০৩:৪৯ পিএম
মিঠাপুকুরে পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ৩

রংপুরের মিঠাপুকুরে অভিযান চালিয়ে হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মিঠাপুকুর থানা পুলিশ। এসময় এক নারীসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ স্বীকারোক্তি প্রদান করেন।

মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় মিঠাপুকুর উপজেলার অভিরামনুরপুর গুচ্ছ গ্রামে, মিঠাপুকুর থানা পুলিশের এসআই- ইমরানের নেতৃত্বে এএসআই- আতাউর রহমান, এএসআই-জ্যোতিষ কুমার রায় এবং নারী কনস্টেবল মোছা. মৌসুমি আক্তার অভিযান চালিয়ে ঐ নারীর কাছ থেকে গুলের কৌটার ভিতর থেকে পাঁচ পুরিয়া এবং অন্য দু‍‍`জনের কাছ থেকে দুই পুরিয়াসহ ৭পুড়িয়া হেরোইন উদ্ধার করেন। যাহার আনুমানিক ওজন ১ গ্রাম এবং বাজার মূল্য তিনহাজার টাকা।

আটকৃত মাদক কারবারিরা হলেন, উপজেলার শঠিবাড়ী হরিপুর গ্রামের শরিফুল ইসলামের পুত্র মো. মনোয়ার হোসেন (৩৮), শঠিবাড়ী দূলহাপুর (আদিবাসীপাড়া) গ্রামের শ্রী. পূন্যা চন্দ্রের পুত্র শ্রী-সুবল চন্দ্র (৩৫) ও অভিরামনুরপুর গুচ্ছ গ্রামের মৃত- ফরিদ মিয়ার স্ত্রী-মোছা. ওয়ারেছা বেওয়া।

এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ বুধবার (৩১-মে) কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। 

এসআই- ইমরান হোসেন জানান, আটককৃতরা পেশাদার মাদক কারবারি। মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এইচআর