হাটহাজারীতে ডাকাতির প্রস্তুতিকালে তিন যুবক গ্রেপ্তার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: জুন ৯, ২০২৩, ০৬:৪৬ পিএম
হাটহাজারীতে ডাকাতির প্রস্তুতিকালে তিন যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারীতে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে মডেল থানার পুলিশ।

বৃহস্পতিবার উপজেলার ৪নং গুমানমর্দদন ইউনিয়নের দক্ষিণ গুমানমর্দদনের বোয়ালিয়ারকুল ব্রিজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার এসআই মো. জসিম উদ্দীন তার সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকার চৌধুরী বাড়ির মোহাম্মদ ইলিয়াসের পুত্র রবিউল হোসেন (২৮), ছিপাতলী ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকার বাচা গাজীর বাড়ির মোহাম্মদ ইউসুফের পুত্র মোহাম্মদ সালাউদ্দীন (২৮) ও নাঙ্গলমোড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকার গোলাপ নবীর বাড়ির দিদারুল আলমের পুত্র মোহাম্মদ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে ২টি রামদা, ২টি কিরিচ, ৩টি লোহার রড, ১টি সেলাই রেঞ্চ, ১টি রিং রেঞ্চ, ১টি রিং হ্যান্ডেল গুটি, ১টি রিং ঢালী, ১টি ঢালী ও ১টি সিএনজি চালিত অটোরিকশা। মডেল থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমাম হোসেন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধ মামলা রুজু করা হয়েছে।

এইচআর