ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে পিটিয়ে হত্যা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি প্রকাশিত: জুন ১১, ২০২৩, ০৫:২৬ পিএম
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে পিটিয়ে হত্যা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে আকরামুল হক নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে।

নিহত যুবক পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের বৈরচুনা গ্রামের শাহারুল ইসলামের ছেলে।

এ বিষয়ে গতকাল শনিবার রাতে বোচাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহত যুবকের মা আকলিমা বেগম।

পুলিশ জানায়, গত ২৪ মে বিকালে পূর্ব শত্রুতার জের ধরে বোচাগঞ্জ উপজেলার ছাতোল ইউনিয়নের শুকদেবপুর এলাকা থেকে হযরত আলী জনি, আরিফুল ইসলাম,সাদমান কায়েস সীমান্ত,আরমান নামে একদল সন্ত্রাসী আকরামুলকে মোটর সাইকেলসহ অপহরণ করে।

অপহরণ করার পরে প্রথমে বোচাগঞ্জ উপজেলার ভরলা নামক জায়গায় হত্যার উদ্দেশ্যে মারপিট শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকে নিয়ে পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর জড়িফা মঞ্জিলের একটি রুমে নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ আটকে রাখে।

সেখানে মুক্তিপণ দাবি করে মুক্তিপণ না দিতে পারায় অমানুষিক নির্যাতন চালিয়ে প্রিয়াঙ্কা হোটেলের সামনে ফেলে রাখে।

পরে খবর পেয়ে বৈরচুনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রফিক ও তার সহযোগীরা তাকে উদ্ধার  করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে গত শুক্রবার চিকিৎসাধীন অবস্থান সে মারা যায়।

বোচাগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এই হত্যা কাণ্ডের সাথে জড়িত ৪জনকে গ্রেফতার করা হয়েছে। দুই উপজেলায় মারপিট করে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

আরএস