মাগুরার শ্রীপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বুধবার দুপুরে চলতি আমন ও গ্রীষ্মকালীন পেঁয়াজ মৌসুমের প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, কৃষি অফিসার সালমা জাহান নিপা, সদর ইউপি চেয়ারম্যান মো. মশিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা জানান, চলতি আমন ধান মৌসুমে প্রথম পর্যায়ে ২ হাজার কৃষকের প্রতিজনকে বিনামূল্যে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি এবং ১৫০ জন গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষির মাঝে এক কেজি করে পেঁয়াজের বীজ, ২০ কেজি ডিএপি ২০ কেজি এমওপি, পলিথিন, সুতালিসহ নানা উপকরণ প্রদান করা হচ্ছে। এছাড়াও কৃষকদের মাঝে ভুট্টা মাড়াই মেশিন ও রবিশষ্য মাড়াই মেশিন বিতরণ করা হয়।
এইচআর