আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা অংশে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার মাস্টারবাড়ী ও সিডষ্টোর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সড়ক ও ফুটপাতের শতাধিক অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয় ভ্রাম্যমান আদালত।
অভিযান পরিচালনা করেন ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার। এ সময় তাকে সহযোগিতা করেন ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ পিপিএম, ভালুকা মডেল থানার এস আই আব্দুল করিম এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু।
সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার জানান, ঈদকে ঘিরে এ দুটি স্থান বেশ গুরুত্বপূর্ণ। শহর থেকে আসা অধিকাংশ মানুষ এখান থেকে আসা-যাওয়া করে। এ কারণে সড়কটিতে থাকা বিভিন্ন দোকান, অবৈধ পার্কিং, কাঁচাবাজার উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি নতুন করে কোন দোকান যেন সড়কে বসতে না পারে, সেই ব্যবস্থাও নেয়া হয়েছে।
আরএস