রাঙ্গামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশিত: জুন ১৮, ২০২৩, ০৫:১১ পিএম
রাঙ্গামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

রাঙ্গামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে শহরের কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

এ সময় জেলা সিভিল সার্জন ডা: বিপাস খীসা, কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোবায়তুন্নাহার জেবু ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

এবার সর্বমোট ৮১ হাজার ১৯৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা: বিপাস খীসা।

তিনি আরো জানান, জেলায় ১ হাজার ৩১৫টি কেন্দ্রের মাধ্যমে ৬-১১ মাস বয়সী ৯ হাজার ৩৫৫ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ বয়সী ৭১ হাজার ৮৩৯ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এইচআর