হরিণাকুন্ডুতে বজ্রপাতে দুইটি গরুসহ এক কৃষকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশিত: জুন ২১, ২০২৩, ০৮:৩০ পিএম
হরিণাকুন্ডুতে বজ্রপাতে দুইটি গরুসহ এক কৃষকের মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বজ্রপাতে দুইটি গরুসহ একজন কৃষকের নিহতের ঘটনা ঘটেছে। 

বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার পারদখলপুর গ্রামের গোয়ালবাড়ি মাঠে বজ্রপাতে এই ঘটনা ঘটে। নিহত গোলাপ মুন্সী (৬০) একই গ্রামের মৃত ইলাহী মুন্সীর ছেলে। একই ঘটনায় পার্শ্ববর্তি পার্বতীপুর গ্রামের আল মামুন নামের অপর এক কৃষক গুরুতর আহত হয়ে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। বজ্রপাতে কৃষকের দুইটি গাভী গরুর মৃত্যু হয়েছে, যার আনুমানিক বাজার মুল্য দেড় লক্ষ টাকা। 

স্থানীয়রা জানান, প্রতিদিনে ন্যাঢ নিহত গোলাপ মুন্সী দুপুরে গ্রামের মাঠে গরুর ঘাষ খাওয়াতে যান, এসময় হঠাৎ বজ্রপাতের ফলে দুইটি গ্রভিগরুসহ তার মৃত্যু হয়।  

হরিণাকুন্ডু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আজিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন হঠাৎ বজ্রপাতের ফলে ওই কৃষক এবং দুটি গাভি গরুর মৃত্যু হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও তিনি জানান।  

আরএস