ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সাপের কামড়ে জাহাঙ্গীর আলম (৪৬) নামে এক মসজিদের ঈমামের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বাঁচোর ইউনিয়নের মিরডাঙ্গী টেকিয়া মহেশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম মিরডাঙ্গী মহেষপুর গ্রামের মৃত জমশেদ মোড়লের ছেলে। তিনি কৃষি কাজ ও স্হানিয় মসজিদের ঈমামের দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় যে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার পরে নিজ ঘরের শয়নকক্ষে সাপে কামড়ালে প্রথমে বুঝতে না পেরে স্থানীয় ওঝার নিকট ঝাড়ফুঁক করান। এতে অবস্থার অবনতি হলে দ্রুত জাহাঙ্গীর আলমকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রাত ৩ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
বাঁচোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতেন্দ্র নাথ বলেন, মিরডাঙ্গী মহেষপুর এলাকার কৃষক ও স্থানীয় মসজিদের ইমাম জাহাঙ্গীর আলম সাপের কামড়ে মারা গেছেন বলে তার পরিবার আমাকে জানিয়েছেন।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, জাহাঙ্গীর আলম নামে একজন সাপের কামড়ে মারা গেছেন বলে হাসপাতালের চিকিৎসক নিশ্চিত করেছেন।
এইচআর