ব্রাহ্মণবাড়িয়ার কসবার বায়েক চৌমুহনীতে সোমবার (৩ জুলাই) বিদ্যুৎস্পর্শে জাহাঙ্গীর আলম (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত জাহাঙ্গীর বায়েক ইউনিয়নের বালিয়াহুড়া গ্রামের মুর্তুজ আলীর ছেলে।
বালিয়াহুড়া গ্রামের জহির উদ্দিন জানান, সোমবার বায়েক চৌমুহনী এলাকায় জনৈক ইসমাইল মিয়ার ‘স’ মিলের পেছনে টিনের বেড়ার সংগে বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। স মিলের মালিক ইসমাইল মিয়া সকালে মিলের পেছনে গিয়ে দেখতে পান জাহাঙ্গীরের লাশ পড়ে আছে।
স্থানীয় লোকজন ধারনা করছেন অতিবৃষ্টির কারণে স মিলের ঘরের বেড়াটি বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে। লোকজন আরও জানান, সেখানে জাহাঙ্গীর প্রশ্রাব করতে গিয়েছিলেন।
কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, এ ঘটনায় কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।
এইচআর