পূবাইলে গাঁজাসহ যুবক ও ২ নারী আটক

পূবাইল (গাজীপূর) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৭, ২০২৩, ০১:৩৭ পিএম
পূবাইলে গাঁজাসহ যুবক ও ২ নারী আটক

গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকা থেকে মাদক ব্যবসায়ী এক যুবক ও দুই নারীকে ৫ কেজি গাঁজাসহ আটক করেছে পূবাইল থানা পুলিশ।

বুধবার (২৬ জুলাই) রাতে নগরীর ৪১ নং ওয়ার্ডের পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের সামনে পাকা রাস্তার সামনে থেকে তাদের আটক করা হয়। আটকৃত মাদক কারবারিরা হলেন, মো. মারুফ মোল্ল্যা (২২) নীলা আক্তার সুরভী (২০) এবং মোসা. শিরিনা আক্তার (৪৫)।

এসআই মো. রাশেদুর রহমান জানান, পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে আসামিদের গতিবিধি সন্দেহ হলে আমার সাথে থাকা ফোর্সের সহায়তায় তাদের তল্লাশি করে তাদের নিকট হতে পাঁচ কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের নগদটাকাসহ উদ্ধার পূর্বক গ্রেপ্তার করি।

পূবাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। এছাড়াও অভিযান কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

এইচআর