মাধবপুরে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৫

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৬, ২০২৩, ০১:৪৮ পিএম
মাধবপুরে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৫

হবিগঞ্জের মাধবপুরে দু’ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৫ জন গুরুতর আহত হয়েছে। রোববার বেলা ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের মীরনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহত ৫ জনের মধ্যে চালক রুবেল মিয়া (৪০), মোজাম্মেল (২৮) এর অবস্থা আশংকাজনক। তাদের মধ্যে রুবেলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে ও মোজাম্মেল এর বাড়ি আশুগঞ্জ উপজেলায়। অপর আহতরা হলেন একই জেলার চালকের সহকারী রায়হান (৩০), রিফাত (১৮) ও শামীম (২৬)।

মাধবপুর ফায়ার সার্ভিস দুর্ঘটনায় কবলিত দুমড়ে মুছড়ে যাওয়া ট্রাক থেকে ৫ জনকে উদ্ধার করে। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তোফাজ্জল হক জানান, আহত ২ চালকের অবস্থা খুবই আশংকাজনক। তাদেরকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, রোববার বেলা ১১টার দিকে উপজেলার মীরনগর নামক স্থানে দুটি ট্রাক মুখোমুখি সংঘর্র্ষ হলে চালক ও চালকের সহকারীরা গাড়ীতে আটকে পড়ে গুরুতর আহত হয়। পরে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় গাড়ীর লোহার বিভিন্ন অংশ কেটে তাদেরকে বের করা হয়। আহত ৫ জনের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক। এ সময় মহাসড়কের দুপাশে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ ছিল।

এইচআর