সাঈদীর গায়েবানা জানাজা শেষে সংঘর্ষ

পেকুয়ায় পুলিশের মামলায় আসামি ২১৫১

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৩, ০৮:১৮ পিএম
পেকুয়ায় পুলিশের মামলায় আসামি ২১৫১

কক্সবাজারের পেকুয়ায় যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা শেষে পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় পৃথক দু‍‍`টি মামলা রুজু হয়েছে।

বুধবার দুপুরে পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বাদি হয়ে মামলা দুটি দায়ের করেন। যার মামলা নং-০৭/২৩ ও ০৮/২৩। মামলায় এজাহার নামীয় ১৫১ জন ও অজ্ঞাত দেড় হাজার থেকে দু‍‍`হাজার জনকে আসামি করা হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার মামলা রেকর্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারি কাজে বাধা, গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় সহিংসতা ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা রুজু হয়েছে।

তিনি আরো বলেন, মঙলবার বিকেলে আমৃত্যু দন্ডপ্রাপ্ত আসামি মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা হয় বারবাকিয়া বাজারে। আইনশৃঙ্খলা রক্ষার সার্থে পুলিশ সেখানে অবস্থান নেয়। নামাজ শেষ হওয়ার সাথে সাথে শুরু হয় পুলিশের ওপর হামলা। এসময় আমিসহসহ ১৫ জন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমার গাড়ি ও থানা পুলিশের ভ্যানগাড়ি ভাঙচুর করা হয়েছে।

এআরএস