দামুড়হুদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৩, ০৫:৫৪ পিএম
দামুড়হুদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ রোববার (২৭ আগস্ট) পালিত হয়েছে। ১৯৭৬ সালের এ দিনে তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় কবিকে সমাহিত করা হয়। চলে যাওয়ার এ দিনে আজ জাতীয় কবিকে নানা আয়োজনে স্মরণ করছেন কবির স্মৃতিবিজড়িত চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলা কার্পাসডাঙ্গার আটচালা ঘর কবির স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসার রোকসানা মিতা ও উপজেলা প্রশাসনসহ স্থানীয় নজরুল স্মৃতি সংসদ, পরে কবির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন মাও. নুরুল আমিন। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা,কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, নজরুল স্মৃতি সংসদের সভাপতি আ: গফুর, সম্পাদক সাইফুল ইসলাম, কার্পাসডাঙ্গা সাহিত্য সংসদের সভাপতি রবিউল হোসেন শুকলাল, শহীদ বিশ্বাস, আটচালা ঘর মালিক প্রকৃতি বিশ্বাস বকুল, সুমাইয়া মেম্বর, সোনিয়া, আকলিমা খাতুন প্রমুখ।

এইচআর