কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৩, ০৭:৩৬ পিএম
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭আগস্ট) সকালে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি বিমলেন্দু সরকার, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম রুনি, উপজেলা কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল, প্রচার সম্পাদক হান্নান শেখ, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু, সদস্য এস এম ইস্রাফিল, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, সহ-সভাপতি নজরুল ইসলাম হাজরা মন্নু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু, সহ-সভাপতি কামরুল শাহ্, সাধারণ সম্পাদক বাবলু হাজরা, ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক শামীম দাড়িয়াসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এআরএস