অনিয়মের অভিযোগে সিরাজদীখানে দুই বেকারীকে জরিমানা

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৩, ০৫:৫৩ পিএম
অনিয়মের অভিযোগে সিরাজদীখানে দুই বেকারীকে জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদীখানে দুই বেকারীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পযর্ন্ত উপজেলার কেয়াইন বাজারে এ অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. আব্দুস সালাম।

তিনি বলেন, আশা বেকারী ও মেসার্স হক বেকারী এন্ড কনফেকশনারীতে মনিটরিংকালে দেখি অনুমোদনবিহীন অ্যামোনিয়াম কার্বনেট ব্যবহার করে বেকারী পণ্য উৎপাদন করছে এবং কোন আইন বা বিধি দ্বারা কোন পণ্য মোড়কাবদ্ধভাবে বিক্রয় করার এবং মোড়কের গায়ে সংশ্লিষ্ট পণ্যের ওজন, পরিমাণ, উপাদান, ব্যবহার বিধি, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, উভয় প্যাকেটজাত করণের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে লিপিবদ্ধ করার বাধ্যবাধকতা লঙ্ঘন করা এবং বিএসটিআই অনুমোদন ব্যতিত বেকারীর পণ্য উৎপাদন ও বিপনন করার অপরাধে ২ বেকারীকে ৯হাজার করে মোট ১৮হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক শাহালম মিয়া ও সিরাজদীখান থানা পুলিশ।

এআরএস