নেত্রকোণা জেলার বিভিন্ন উপজেলায় তীব্র গরম ও অতিরিক্ত লোডশেডিং এর কারণে জন জীবন বিপর্যয় হয়ে পড়েছে। কিছু দিন যাবত মাঝে মধ্যে গরম একটু কমলেও কমেনি লোডশেডিং এর প্রভাব।
আবার আগের তুলনায় বিদুৎ বিলও কম আসেনা। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রামঅঞ্চলের সাধারণ মানুষের। রাত দিন ২৪ঘন্টার মধ্যে ১০ঘন্টাও বিদুৎ থাকেনা যার কারণে ছাত্র ছাত্রীরা সন্ধ্যার পর বাড়িতে লেখা পড়ার প্রতি অমনোযোগী হয়ে পড়ছে এবং বিদুৎ ব্যবহারিত যান বাহন, ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হচ্ছে। অতিরিক্ত লোডশেডিং এর সমাধান হবে কবে প্রশ্ন সাধারণ মানুষের!
লোডশেডিং কতদিন থাকবে জানতে চাইলে, জেনারেল ম্যানাজার বিপ্লব কুমার সরকার (নেত্রকোণা) আমার সংবাদ কে জানান, যে পরিমান লোডের প্রয়োজন সেই পরিমানে আমরা লোড পাচ্ছি না, লোডশেডিং আগামী কতদিন থাকবে জানিনা।
আরএস