টাঙ্গাইলের মির্জাপুরে প্রাথমিক শিক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের তালিকা প্রকাশ করেছে উপজেলা শিক্ষা অফিস। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) উপজেলা শিক্ষা অফিস তালিকা প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বরা হলেন, শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, শ্রেষ্ঠ নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার আব্দুল মালেক, বরটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো. আজিজুর রহমান, পোষ্টকামুরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শরফুন নিসা খানম, নাজিরপাড়া মীর ছাদত হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রতন সরকার, মহেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা আঞ্জুমানারা আক্তার, সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ কাব শিক্ষক রীনা রায়, উপজেলা শিক্ষা অফিসের শ্রেষ্ঠ কর্মচারী অফিস সহকারী কাম-কম্পিউটার মনির উজ জামান, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান উল্ফুর্কী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৮৯নং বাঁশতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি লাল মিয়া।
এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার ও প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সদস্য সচিব মো. শরীফ উদ্দিন জানান, বাছাই পর্বের মাধ্যমে উপজেলা পর্যায়ে যারা শ্রেষ্ঠ হয়েছেন তাদের তালিকা জেলাতে পাঠানো হয়েছে। এসময় সকল শ্রেষ্ঠত্বদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এআরএস