খাগড়াছড়ির মহালছড়িতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির বাস্তবায়িত
৭ কিলোমিটার দীর্ঘ দু’টি সড়ক, একটি পিসি গার্ডার ব্রিজ সহ প্রায় ২৫ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
শনিবার(১৬ সেপ্টেম্বর) মহালছড়ি-লংগদু সড়কে চেঙ্গীনদীর উপর ৯৬ ফুট দীর্ঘ পিসি গার্ডার ব্রিজ উদ্বোধন করেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এছাড়াও খাগড়াছড়ি শিক্ষাপ্রকৌশল অধিদপ্তর এর মহালছড়ি সরকারি কলেজের একটি নতুন ভবনের উদ্বোধন করেন করেন তিনি।
এদিকে দুপুরে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি,র বক্তব্যে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, দেশের মানুষ সরকার প্রধান শেখ হাসিনার উন্নত বাংলাদেশের স্বপ্নে এগিয়ে যাচ্ছে। আর বিএনপি-জামাত নির্বাচনকে বানচাল করার জন্য আন্দোলনের নামে মানুষের জান-মাল ক্ষতি করার অপচেষ্টা চালাচ্ছে। বিএনপি-জামাত দেশের মানুষের ওপর আস্থা হারিয়ে এখন বিদেশিদের হস্থক্ষেপ চেয়ে দেশের সার্বভৌমত্ব বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। তাই স্বাধীনতা বিরোধী এই অপশক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে সাথে নিয়ে নতুন প্রজন্মকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
এ সময় খাগড়াছড়ি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো.রফিকুল ইসলাম,খাগড়াছড়ি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র সহকারি প্রকৌশলী মো.বেলাল হাসান, মহালছড়ি উপজেলা প্রকৌশলী মো.আনসার হোসেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যান মিত্র বড়ুয়া, জেলা আ,লীগের যুগ্ন-সাধারন সম্পাদক এডভোকেট আশুতোষ চাকমা, মংক্যচিং চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, জেলা যুবলীগের সাধারন সম্পাদক কে এম ইসমাইল হোসেন, ও মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.জসীম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরএস