কালিগঞ্জে চিংড়ি ব্যবসায়ীর কারাদণ্ড

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০৫:০২ পিএম
কালিগঞ্জে চিংড়ি ব্যবসায়ীর কারাদণ্ড

সাতক্ষীরার কালিগঞ্জে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে চিংড়ি ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) ১১টায় উপজেলার তারালী ইউনিয়নের বাথুয়াডাঙ্গা এলাকা থেকে পুশ করাকালীন বাগদা চিংড়ি জব্দ ও অভিযুক্ত চিংড়ি ব্যবসায়ীকে ১৫ দিনের জেল প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলার চৌকস সহকারী কমিশনার ভূমি মো. আজাহার আলী এ সাজা দেন।

মুন্না হোসেন উপজেলার তারালী গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে। এ সময়ে পুশকরা জব্দকৃত চার ক্যারেট বাগদা চিংড়ি জ্বালিয়ে ও গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়েছে।

এআরএএস