বাল্যবিবাহ মুক্ত বীরগঞ্জের ৪ গ্রাম

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০৭:২৯ পিএম
বাল্যবিবাহ মুক্ত বীরগঞ্জের ৪ গ্রাম

বীরগঞ্জ উপজেলার শালবন কমিউনিটি সেন্টারে বেলুন উড়িয়ে এবং আলোচনা সভার মধ্য দিয়ে বীরগঞ্জ উপজেলার চারটি গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে  বাল্যবিবাহ মুক্ত ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলার উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,  একটি বেসরকারি সংস্থার এরিয়া ম্যানেজার রবার্ট কমল সরকার, বীরগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক, ওয়ার্ল্ড ভিশনের নীলফামারী অফিসার লোটাস চিসিম, চাইল্ড প্রটেকশন অফিসার গোল্ডেন সরকার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, তৌহিদুল ইসলাম, আনিসুর রহমান, শাহিনুর রহমান চৌধুরী প্রমুখ।


অনুষ্ঠানে প্রধান অতিথি আমিনুল ইসলাম বলেন, চারটি গ্রামে যেভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হলো, ঠিক এভাবেই পর্যায়ক্রমে  বীরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা সম্ভব। তিনি এজন্য প্রশাসন, জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন সহ অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতি ফজলে এলাহী বলেন, বাল্যবিবাহ আমাদের জন্য একটি অভিশাপ,  আমাদের সবাইকে একসাথে বাল্যবিবাহ রোধে কাজ করে যেতে হবে। সকলের সহযোগিতা পেলে বাল্যবিবাহ মুক্ত করা সম্ভব হবে।  তিনি সমাজের সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে চারটে গ্রামের স্কুলের ছাত্রছাত্রীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নেয়।

এআরএস