বেনাপোলের পুটখালী গ্রামের মাদক, চোরাকারবারি ও অস্ত্র ব্যবসায়ী নাসির উদ্দীনকে ম্যাগাজিনসহ ২টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ৩টি রিভোলবার ৬টি দেশি-বিদেশী অস্ত্র ও ১৯ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব-৬।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব যশোর-৬ এর একটি আভিযানিক দল যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া হাইস্কুল মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত নাসির উদ্দিন যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী পুটখালী গ্রামের মৃত বুদো সর্দারের পুত্র।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৬ জানিয়েছে, র্যাব যশোর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, যশোর জেলার শার্শা থানাধীন বাগআচঁড়া হাইস্কুল মার্কেটের সামনে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও চোরাচালানের উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দল মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ী মো. নাসির উদ্দিন (৪০)কে গ্রেপ্তার করে।
জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর করতঃ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব।
এইচআর