ইভটিজিংয়ের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

নবীনগর( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩, ০৫:৫৭ পিএম
ইভটিজিংয়ের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ইভটিজিং এর দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যুবককে ৬ মাসের কারাদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর)উপজেলার  বীরগাঁও স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই কারাদণ্ড প্রদান করেন নবীনগর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।

জানা যায়, ঐ যুবকের নাম মো. মাসুম (২৪)। সে উপজেলার বীরগাঁও গ্রামের বাসিন্দা। প্রতিনিয়ত ঐ স্কুল এন্ড কলেজের মেয়েদের ইভটিজিং করাসহ তার মোবাইলে বিভিন্ন মেয়েদের সাথে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে আসছিল।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার মোবাইল জব্দ করা হয়। এসময় ৬ মাসের কারাদণ্ড প্রদানের পর তার কাছ থেকে এই মর্মে মুচলেকা নেয়া হয়, কারাদন্ড ভোগের পর এধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে বা এর ব্যত্যয় ঘটলে পরবর্তীতে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এবিষয়ে নবীনগর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান, ইভটিজিং একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। ইভটিজিং রোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

এছাড়া কোথাও এধরনের ঘটনা ঘটলে সাথে সাথে উপজেলা প্রশাসনকে জানানোর অনুরোধ করেন তিনি।

এইচআর