নির্বাচনে মার্কিন হস্তক্ষেপ বন্ধের দাবিতে বরিশালে বিক্ষোভ

বরিশাল ব্যুরো প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৩, ০২:৩৮ পিএম
নির্বাচনে মার্কিন হস্তক্ষেপ বন্ধের দাবিতে বরিশালে বিক্ষোভ

বাংলাদেশের জাতীয় নির্বাচনে মার্কিনীদের হস্তক্ষেপ বন্ধের দাবিতে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ  মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ কর্মসূচি পালন করে তারা।

সংগঠনের সভাপতি অধ্যাপক নজরুল হক নীলুর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ মো. টিপু সুলতান, মোজাম্মেল হক ফিরোজ, এম.এ গফুর মোল্লা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, নির্বাচন আমাদের, মাথা ব্যথাও আমাদের। মার্কিন সাম্রাজ্যবাদসহ চরম ডানপন্থী শক্তির ষড়যন্ত্র রুখে দিতে হবে। মুক্তিযুদ্ধ স্বাধীনতার ধারা অব্যাহত রেখে উন্নয়ন অগ্রগতি চলমান রাখতে সাংবিধানিক ধারায় আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এগিয়ে নিতে হবে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়।

এআরএস