জমে উঠেছে সখীপুর বাজার বণিক সমিতির নির্বাচন

আমিনুল ইসলাম, সখীপুর (টাঙ্গাইল) প্রকাশিত: অক্টোবর ২, ২০২৩, ১০:১২ এএম
জমে উঠেছে সখীপুর বাজার বণিক সমিতির নির্বাচন

প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে টাঙ্গাইলের সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির নির্বাচন। পোস্টারে ছেয়ে গেছে বাজারের অলিগলি। এ মুহূর্তে সবখানেই আলোচনা হচ্ছে সখীপুর বাজার বণিক সমিতির নির্বাচন নিয়ে।

রোববার (৭ অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৯ পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সভাপতি মো.খলিলুর রহমান (চেয়ার), বিল্লাল হোসেন (ছাতা) ও আব্দুস সামাদ সিকদার (মোটরসাইকেল), সাধারণ সম্পাদক পদে আবদুল্লাহ আল মামুন (আনারস), শরীফুল ইসলাম লেবু (মোরগ) ও লোকমান হোসেন (আম), সহ সভাপতি পদে হাজী মো. মিন্টু দেওয়ান (মোমবাতি) ও মো. জাহাঙ্গীর আলম (চাকা), সহ সাধারণ সম্পাদক পদে মো. আলম মিয়া (মাছ) জেলহক সিকদার ( বোতল ) ও শফিকুল ইসলাম ( হারিকেন)। কোষাধ্যক্ষ পদে আনোয়ার হোসেন ( দেয়াল ঘড়ি) ও আসাদুজ্জামান (মই), সাংগঠনিক সম্পাদক পদে নজরুল ইসলাম নাহিদ (খেজুর গাছ), জুয়েল রানা (কলসি), মিন্টু খান (কাপ পিরিচ) ও হারুনুর রশিদ (বৈদ্যুতিক পাখা), দপ্তর সম্পাদক পদে আব্দুস সামাদ ( হাতী), খন্দকার সোলায়মান কবির ( টিউবওয়েল) ও শাহজাহান মিয়া (বটগাছ), ক্রীড়া সম্পাদক পদে শফিকুল ইসলাম (ফুটবল), শাহাদাত হোসেন (হাঁস), মিজানুর রহমান (প্রজাতি) ও লিফটন খান (বাসা গাড়ী), প্রচার সম্পাদক রনজিত চন্দ্র শীল (মাইক) ও গোবিন্দ কর্মকার (রিকশা)  প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন কমিটির সভাপতি মো. আব্দুর রহিম জানান, সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির মোট ভোটার ২ হাজার ৩৫৩ জন। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্বতস্ফুর্ত ভাবে ভোটার এবং প্রার্থীরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্পন্ন করা যাবে বলে আশা করছি। তবুও অধিক নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন থাকবে।

এআরএস