সাজেকে পিকআপ উল্টে ১২ পর্যটক আহত

রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২, ২০২৩, ০৭:১০ পিএম
সাজেকে পিকআপ উল্টে ১২ পর্যটক আহত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক বাঘাইহাট সড়কের একুইজ্জ্যাছড়ি এলাকায় পর্যটকবাহী পিকআপ (ফেনী মেট্রো-০২০০৮) নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ উল্টে গিয়ে ১২ জন পর্যটক আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

সোমবার (২ অক্টোবর) বিকেল চারটার দিকে বাঘাইহাট সড়কের একুইজ্জ্যাছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খাগড়াছড়িগামী সাদারঙের একটি পিকআপ ১২ জন পর্যটক নিয়ে সাজেক থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপড় উল্টে যায় এবং গাড়ীতে থাকা সবাই সড়কে ছিটকে পড়ে। এতে ১২ জন আহত হয় এদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক। পরে আহতদের উদ্ধার করে সেনাবাহিনীর সহায়তায় দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে তৎক্ষানিক পর্যটকদের নাম পরিচয় নিশ্চিত করা যায়নি।

উল্লেখ্য, গত কয়েকদিন সাজেকে পর্যটকে ভিড় বাড়ায় সড়কে যানবাহনের চাপ বেড়েছে। এতে দুর্ঘটনার আশংকাও কারছে স্থানীয় এলাকাবাসী। তাই সাবধানতা অবলম্বন করে সড়কে যান চলাচলের উপর গুরুত্বারোপ করেছেন সচেতন মহল।

এআরএস