ফেনীতে বিএনপির রোডমার্চ কাল

লক্ষাধিক লোক সমাগমের প্রস্তুতি

ফেনী প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৩, ০৭:২৪ পিএম
লক্ষাধিক লোক সমাগমের প্রস্তুতি

আগামীকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর)বিএনপির পূর্ব ঘোষিত কুমিল্লা-ফেনী-চট্টগ্রাম অভিমুখে  রোডমার্চ কর্মসূচিকে ঘিরে ফেনীতে লক্ষাধিক লোকের সমাগমের প্রস্তিতি নিচ্ছে বিএনপি।  বিষয়টি মাথায় রেখে কাজ করছে দলটির নেতাকর্মীরা। রোডমার্চকে ঘিরে নেতাকর্মীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।বিভিন্ন স্থানে বিতরণ করা হচ্ছে প্রচারপত্র।

বুধবার (০৪ অক্টোবর) কুমিল্লা-চট্টগ্রাম রোডমার্চের ফেনীর সমাবেশের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালের উড়াল সড়কের দক্ষিণ পাশে খালি জায়গায় করা হবে সভামঞ্চও।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার জানান, সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবউল্লাহ মানিক জানান, ফেনীতে রোডমার্চে লক্ষাধিক লোকের উপস্থিতিতে সমাবেশ হবে। সেজন্য দলের নেতাকর্মীরা কাজ করছে।

জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম বলেন, রোডমার্চ ঘিরে যুবদলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে।এতে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জেলা যুবদলের সম্পাদক নাসির উদ্দিন খন্দকার বলেন, শন্তিপূর্ণভাবে কর্মসূচী পালন করতে নানা প্রস্তুতি গ্রহণ হয়েছে।এর জন্য দলীয় নেতা-কর্মীদের
সহযোগিতা কামনা করেন তিনি।

এব্যাপারে জানতে চাইলে ফেনীর পুলিশ সুপার জাকির হাসান সাংবাদিকদের জানান, শান্তিপূর্ণ কর্মসূচী পালনে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।

এআরএস