তিস্তায় ভাসছিলো বিবস্ত্র মরদেহ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৩, ১১:৫১ এএম
তিস্তায় ভাসছিলো বিবস্ত্র মরদেহ

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীর চর থেকে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে হাতীবান্ধা থানা পুলিশ। শুক্রবার দুপুরে ওই উপজেলার সিন্দুর্না ইউনিয়নের চর-সিন্দুর্না এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে মরদেহটি ভারতীয় নাগরিকের হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

জানা যায়, শুক্রবার দুপুরে চর-সিন্দুর্নায় বিবস্ত্র অবস্থায় একটি দেহ পানিতে ভাসতে দেখেন স্থানীয় ইউসুফ আলী নামে এক কৃষক। তিনি বিষয়টি জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন দিয়ে জানান। এরপর খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনেন।

সিন্দুর্না ইউনিয়ন পরিষদের ৭ ওয়ার্ডের সদস্য আহের উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশের সাথে ঘটনাস্থলে গিয়েছিলাম। চরের ওপরে একটি পুরুষের লাশ আটকে থাকতে দেখি। লাশের শরীরে কোনো পোশাক ছিলোনা। তবে লাশটি ভারতীয় নাগরিকের হতে পারে।

হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক ওয়াদুদ ইসলাম বলেন, খবর পেয়ে তিস্তার দুর্গম চর থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে জানা যাবে লাশটি বাংলাদেশের নাগরিক নাকি ভারতীয় নাগরিকের।

এআরএস