মদনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মদন (নেত্রকোনা) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩, ০৩:৪৩ পিএম
মদনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নেত্রকোনা জেলার মদন উপজেলায় কৃষি অফিসের উদ্যোগে ২০২৩-২৪ অর্থবছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ননগ্রুপ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে উপজেলা কৃষি অফিস হল রুমে ৬০ জন কৃষকের উপস্থিতিতে প্রশিক্ষণটি  অনুষ্ঠিত হয়েছে। আর আয়োজনে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার অতিরিক্ত উপ-পরিচালক সাধন কুমার মজুমদার, জেলা ট্রেনিং অফিসার চন্দন কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরি তানিয়া মৌ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন কৃষি উপসহকারী দিদারুল ইসলাম, উপসহকারী রমজান আলী, উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক রাজন চন্দ্র দামসহ আরো অনেকে। এ সময় বক্তারা কৃষকদেরকে বিভিন্ন ফসল ও সবজি উৎপাদনের উপর হাতে কলমে পরামর্শ দিয়েছেন।

এইচআর