ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলার প্রতিবাদে মেলান্দহে বিক্ষোভ মিছিল

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৩, ০৬:১১ পিএম
ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলার প্রতিবাদে মেলান্দহে বিক্ষোভ মিছিল

জামালপুরের মেলান্দহে ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইত্তেফাকুল ওলামা মেলান্দহ উপজেলা।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে মেলান্দহ বড় মসজিদের সামনে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরাইল দায়ী। অবিলম্বে এ আগ্রাসন বন্ধ করতে হবে। অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।

মেলান্দহ বাজার বাইতুন নুর জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসভার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিন করে। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে ইত্তেফাকুল ওলামা মেলান্দহ উপজেলা শাখার সভাপতি মাওলানা রহুল আমীনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,  ইত্তেফাকুল ওলামা জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি শামছুদ্দিন, সহ-সভাপতি মাওলানা আমানুল্লাহ কাসেমী, মেলান্দহ উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ প্রমুখ।

এআরএস