তারা বাইসাইকেলে বাংলাদেশ ঘুরে দেখবেন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৩, ০৭:০২ পিএম
তারা বাইসাইকেলে বাংলাদেশ ঘুরে দেখবেন

বাংলাদেশের বিভিন্ন জেলা ঘুরে দেখতে ব্রাহ্মণবাড়িয়ার রানার্স কমিনিটি ও ব্রাহ্মণবাড়িয়া সাইক্লিস্ট’র আমন্ত্রণে চার দিনের সফরে বাইসাইকেলে দিয়ে বাংলাদেশ এলেন ভারতের ১৬জন নাগরিক।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ৯টার দিকে আখাউড়া ইমিগ্রেশন হয়ে বাংলাদেশে প্রবেশ করে ১৬ সদস্যদের একটি ভারতীয় সাইকেলের দল। এসময় শূণ্য রেখায় ভারতীয় দলটিকে ফুল দিয়ে স্বাগত জানান আখাউড়া রানার্স ও কুমিল্লা সাইক্লিস্টের সদস্যরা।

পরে তারা পৌরসভার আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজে যাত্রা বিরতি দেন। যাত্রা বিরতি শেষে সেখানে থেকে বাংলাদেশের নারায়ণগঞ্জের উদ্দেশ্য যাত্রা শুরু করেন।

ভারতীয় দলের টিম লিডার গোপেশ দেবনাথ জানান, আগরতলা সাইক্লোহলিস ফাউন্ডেশন থেকে মুভ ফর আর্থ গ্লোবাল সাইকেল র‍্যালি করেছি। আমাদের লক্ষ্য সবাই যেন সাইকেল দিয়ে চড়তে অভ্যাস গড়ে তুলে। আমাদের টিম বাংলাদেশের নারায়ণগঞ্জ, চাঁদপুর, কুমিল্লাহ বিভিন্ন জেলায় চারদিন ঘুরে আমরা কুমিল্লার বিবির বাজার স্থলবন্দর দিয়ে ভারতে যাব।

এসময় শূণ্য রেখায় আখাউড়া রানার্স ও কুমিল্লা সাইক্লিস্টের ২৭জন সদস্য ভারতীয় দলটিকে বিভিন্নভাবে সহযোগিতা করেন।

এআরএস