বরুয়াহাট বহু মূখী ফাজিল ডিগ্রি মাদ্রাসায় কামিল শ্রেণির অনুমোদন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৩, ০৬:১০ পিএম
বরুয়াহাট বহু মূখী ফাজিল ডিগ্রি মাদ্রাসায় কামিল শ্রেণির অনুমোদন

কাউনিয়ার বরুয়াহাট কেরামতিয়া বহুমূখী ফাজিল (ডিগ্রি)মাদ্রাসাটি দীর্ঘ প্রচেষ্টার পর কামিল (হাদিস)শ্রেণির পাঠদানের অনুমোতি পেয়েছে।

এ জন্য বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা হলরুমে এক শোকরানা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রশীদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা তোফাজ্জল হোসেন, আরবি প্রভাষক রাকিব ফাহাদ প্রমূখ।

অধ্যক্ষ জানান ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা এর মাননীয় ভাইস চ্যান্সেলর অনুমোদন ক্রমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিদর্শক (চলতি দায়িত্ব) ড. জাবেদ আহমাদ স্বাক্ষরিত ইআবি/পরি/কামিল/প্রাপা/২০২৩/১৩৭২ তাং ১৮/১০/২০২৩ইং পত্রে কামিল(হাদিস)শ্রেণির অনুমোদন প্রদান করে।

দীর্ঘ প্রতিক্ষার পর কামিল শ্রেণির অনুমোদন পাওয়ায় মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসা টিতে কামিল (হাদিস) পাঠদানের অনুমোতি পাওয়ায় পল্লী অঞ্চলের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ সৃষ্টি হলো।

এইচআর