বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম বলেছেন, ১০ লক্ষ নয়, সাংবাদিক ও পত্রিকা ভুল করলে ৫ লক্ষ টাকা জরিমানা করে আইন পাশ করবে প্রেস কাউন্সিল; এ আইনটি দ্রুত সময়ের মধ্যে সংসদে তোলা হবে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে লালমনিরহাট সার্কিট হাউস কনফারেন্স রুমে, বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সাংবাদিকদের তালিকা তৈরীতে পত্রিকাগুলো সহযোগিতা করছে না। আমরা প্রেস কাউন্সিল থেকে পরিচয় পত্র দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার ও অতিরিক্ত জেলা প্রশাসক টিএম মমিন।
প্রধান অতিথি তার বক্তব্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঠিক তথ্য তাদের মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে তুলে ধরা। বর্তমানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সোশ্যাল মিডিয়ায় হলুদ সাংবাদিকতা প্রতিরোধের আহ্বান জানান তিনি।
এআরএস