ভূঞাপুরে র‍্যাব পরিচয়ে মাংস ব্যবসায়ীকে অপহরণ, মুক্তিপণ দাবি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১, ২০২৩, ০৭:০৫ পিএম
ভূঞাপুরে র‍্যাব পরিচয়ে মাংস ব্যবসায়ীকে অপহরণ, মুক্তিপণ দাবি

টাঙ্গাইলের ভূঞাপুরে র‍্যাব পরিচয়ে রফিকুল ইসলামকে (৩৫) নামে এক মাংস ব্যবসায়ীকে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করছে অপহরণকারীরা।

বুধবার (০১ নভেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার গোবিন্দাসী টি মোড়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে মাংস কাটার ছুরি, দা এবং নগদ অর্থ নিয়ে নেয়। রফিকুল ইসলাম কুকাদাইর গ্রামের মৃত বদিউজ্জামান বদির ছোট ছেলে।

মাংস ব্যবসায়ী ফটিক ও শহিদ জামাল জানান, আমরা সকালে গোবিন্দাসী টি মোড়ে মাংস বিক্রি করেছিলাম। ৯ টার দিকে হঠাৎ দুইজন লোক এসে বললো, তোর নাম কি? রফিকুল ইসলাম নাম বলার সাথে সাথে তার শার্টের কলার ধরে নিচে নামায়। রফিকুল ইসলাম তাদের নাম পরিচয় জানতে চাইলে তারা র‍্যাব বলে তাকে চরথাপ্পড় দিয়ে তাদের গাড়ীতে উঠিয়ে চলে যায়। পরবর্তীতে রফিকুল ইসলামের ফোন নম্বরে যোগাযোগ করলে তারা দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করছে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ বলেন, সকালে গোবিন্দাসী টি মোড়ে মাংস ব্যবসায়ী রফিকুল ইসলামকে কয়েকজন লোক র‍্যাব পরিচয় দিয়ে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। আমরা বিষয়টি জেনে তাৎক্ষণিকভাবে অভিযানে পাঠিয়েছি।

এআরএস