যে কারণে প্রশংসায় ভাসছেন ইউপি চেয়ারম্যান রানা

ডোমার (নীলফামারী) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৩, ০৩:২৭ পিএম
যে কারণে প্রশংসায় ভাসছেন ইউপি চেয়ারম্যান রানা

নীলফামারীর ডোমারে ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে সরকারি রেকর্ডভুক্ত রাস্তা উদ্ধার করে প্রশংসায় ভাসছেন ইউপি চেয়ারম্যান মো. রাসেল রানা।

হরিণচড়া ইউনিয়ন পরিষদের উত্তরে দীর্ঘদিন ধরে সরকারি রাস্তা ভোগদখল করে আসছেন জৈনিক আবুল হাশেম।

তবে এলাকাবাসীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে চেয়ারম্যান রাসেল রানা সরজমিনে গিয়ে আমিনের মাধ্যমে জমি পরিমাপ করলে দেখা যায় রাস্তার জমি দখল করে বাড়ি করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন আবুল হাশেম। তিনি আবারও নতুন স্থাপনা করতে চাইলে এলাকাবাসী চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। ওই রাস্তা ধরে চার গ্রামের লোক প্রতিদিন যাতায়াত করে। 

এব্যাপারে ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল রানা বলেন, বিগত চেয়ারম্যানের সময় এলাকাবাসী অভিযোগ দায়ের করলেও কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। এলাকাবাসী আমাকে লিখিত অভিযোগ দিলে আমি সরজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাই এবং দখলদার আবুল হাশেমকে নতুন স্থাপনা তৈরি করতে নিষেধ করি।

পরবর্তীতে এলাকাবাসী নিয়ে আমিন দিয়ে বেদখলে থাকা জমি পরিমাপ করে রাস্তার সীমানা নির্ধারণ করি। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপিকে অবগত করা হয়েছে বলে আরও জানান তিনি।

এআরএস