চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনে কাটা পড়ে স্টেশন মাস্টারের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৩, ০৮:২৩ পিএম
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনে কাটা পড়ে স্টেশন মাস্টারের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ রেল স্টেশনে মঙ্গলবার (০৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে হাত-পা বিচ্ছিন্ন হয়ে আব্দুস সোবহান আকন্দ নামে এক স্টেশন মাস্টারের মৃত্যু হয়েছে। তিনি চুক্তিভিত্তিক স্টেশন মাস্টার হিসেবে মহিমাগঞ্জ রেল স্টেশনে কর্মরত ছিলেন।

মহিমাগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার সোহাগ খান জানান, প্রতিদিনের মত ডিউটি শেষ করে স্টেশন মাস্টার আব্দুস সোবহান তার গাইবান্ধা শহরের বাসায় যাওয়ার জন্য বুড়িমারীগামী আন্তঃনগর ৭১৩ আপ করতোয়া এক্সপ্রেস ট্রেনে উঠছিলেন। ট্রেনটি ছেড়ে দিলে চলতি ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে তিনি ট্রেনের নিচে পড়ে যান। এ সময় ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তার ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আহত গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির এ.এস.আই ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এআরএস