পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চোরাচালান বন্ধে প্রয়োজনে বিজিবি আরো কঠোর অবস্থানে যাবে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৮ ব্যাটালিয়নের আয়োজনে সীমান্ত এলাকায় জনসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভায় এ তথ্য জানান পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. যুবায়েদ হাসান।
মঙ্গলবার (৭ নভেম্বর) বিকালে উপজেলার তেঁতুলিয়া রনচন্ডি বাজারে এ মতবিনিময় সভার আয়োজন করে ১৮ বিজিবি।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহাবুব আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী প্রমুখ।
সভায় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. যুবায়েদ হাসান বলেন, বিজিবির অন্যতম দায়িত্বগুলোর মধ্যে রয়েছে, সীমান্ত রক্ষা করা, চোরালানান বন্ধ করা। সীমান্ত রক্ষা ও চোরাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে যাবে।
এআরএস