চাঁদপুরের কচুয়ায় গাজী মো. মনির হোসেন নামের এক ব্যবসায়ীর গৃহে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পাড়াগাঁও পন্ডিত বাড়িতে এ চুরি সংগঠিত হয়।
এতে ১৩ ভরি স্বর্ণ, নগদ আড়াই লাখ টাকা, দামি কাপড়-চোপড়সহ ১৫ লাখ টাকার মালামাল লুটে নেয়। খবর পেয়ে সহকারি পুলিশ সুপার (কচুয়া) সার্কেল রিজওয়ান সাঈদ ও কচুয়া থানার ওসি মো. ইব্রাহীম খলিল ঘটনাস্থল পরিদর্শন করেন।
সরেজমিনে জানা যায়, শনিবার সন্ধ্যায় গাজী মো. মনির হোসেনের স্ত্রী বাড়ির দরজা ও গেট তালা দিয়ে তার পাশ্ববর্তী বাবার বাড়িতে যান। এ সুযোগে অজ্ঞাত চোরচক্র তালা ভেঙে গৃহে প্রবেশ করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও দামি কাপড়-চোপড় নিয়ে যায়। চোরদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান ক্ষতিগ্রস্ত পরিবার।
এআরএস