খাগড়াছড়িতে ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ৮ ভবন উদ্বোধন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩, ০৯:০০ পিএম
খাগড়াছড়িতে ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ৮ ভবন উদ্বোধন

খাগড়াছড়িতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়িত ১৫ কোটি টাকা ব্যয়ে জেলার স্কুল, মাদ্রাসার ৮টি  নতুন  একাডেমিক ভবনের  উদ্বোধন করা হয়েছে।

রোববার (১২ নভেম্বর) সকালের দিকে খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জেলার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়িত ১৫ কোটি টাকা ব্যয়ে ৮টি নতুন একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নলেন্দ্র ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব ভবন উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ( প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

নতুন একাডেমিক ভবন গুলো হচ্ছে- খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি মিউনিসিপাল মডেল উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি সদর উপজেলার মনিগ্রাম উচ্চ বিদ্যালয়, মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, মহালছড়ি উপজেলার বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ উচ্চ বিদ্যালয়, দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়, দীঘিনালা উপজেলার চংড়াছড়ি উচ্চ বিদ্যালয়, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা।

এসময় খাগড়াছড়ি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, খাগড়াছড়ি সহকারি পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান, খাগড়াছড়ি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী প্রিসলি চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজীব ত্রিপুরা, পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরাসহ জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এআরএস