পিরোজপুরের ইন্দুরকানীতে ঘূর্ণিঝড় মিথিলির প্রভাবে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা পিরোজপুরের ইন্দুরকানীতে বৃহস্পতিবার থেকে অনবরত বৃষ্টি হচ্ছে, মেলেনি সূর্যের দেখা। এলাকার গাছপালা ভেঙে গেছে এবং রাত থেকে বিদ্যুৎ বিছিন্ন রয়েছে।
দুইদিন একাধারে বৃষ্টি হওয়ার কারণে বিপাকে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ।
এদিকে ঘূর্ণিঝড় মিথিলি মোকাবেলায় ইন্দুরকানী দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি নিয়ে সভা করে কন্টোল রুম খোলা রেখেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু বক্কর সিদ্দিকী।
কৃষি অফিস সূত্রে জানা যায়, অতিবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের কারণে এ এলাকার আমন এবং রবি শষ্যের ক্ষতি হয়েছে। এলাকার কৃষিজমি নিচু হওয়ার কারণে ফসলের পরিপক্কতা এখনো আসেনি। তাই আরও বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিকী জানান, ঘূর্ণিঝড় মিথিলি মোকাবেলায় ইন্দুরকানী উপজেলার আশ্রায়ন কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া উপজেলায় সার্বক্ষণিক যোগাযোগের জন্য কন্টোলরুম খোলা হয়েছে। যোগাযোগ বিছিন্ন চরসাউদখালী আবাসনের তিনশতাধিক লোককে আশ্রায়ন কেন্দ্রে আনা হয়েছে এবং তাদেরকে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।
এআরএস