শ্রীপুরে মাছের প্রজেক্টে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩, ০৬:২০ পিএম
শ্রীপুরে মাছের প্রজেক্টে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে মাছের প্রজেক্টের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (১৯ নভেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের টান ভিটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

দুই ভাইয়ের মৃত্যুতে ওই ওই গ্রামে পরিবাওে শোকের ছায়া নেমে এসছে। বরমী ইউনিয়ন পরিষদের সদস্য মারুফ হোসেন মুক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো ভিটিপাড়া গ্রামের আল-আমিনের ছেলে তামীম আহম্মেদ (৭) এবং তার ছোট ভাই ইসমাইল হোসেন ইউসুফ (৫)। তারা গত প্রায় দেড় মাস আগে দাদার বাড় তে বেড়াতে আসে।

শিশুদের মা ফাতেমা আক্তার বলেন, দুই শিশু ছেলেকে নিয়ে স্বামীর সাথে শ্রীপুরের রাজেন্দ্রপুর ভাড়া বাসায় বসবাস করে। সে স্থানীয় এনএজেড পোশাক কারাখানায় অপারেটর পদে চাকরি করে। তার স্বামী রাজেন্দ্রপুর এলাকায় রাজ মিস্ত্রীর কাজ করে।

প্রায় দেড় মাস আগে তাদের দুই শিশু ছেলে রাজেন্দ্রপুর থেকে বরমী ইউনিয়নের টান ভিটিপাড়া গ্রামে দাদা দাদীর কাছে বেড়াতে আসে। রোববার দুপুরে তাদের দাদী পাশের বাড়িতে যায়। এসময় তারা দুই ভাই বাড়ির বাহিরে খেলতে বের হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে পাশের বাড়ির আসমা আক্তার স্থানীয় কিবরিয়ার মাছের প্রজেক্টের পাড় দিয়ে যাওয়ার সময় পানিতে মাথার চুল ভাসতে দেখে চিৎকার শুরু করে। তার চিৎকারে আশাপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাদের দুই ভাইকে উদ্ধার করে। পরে স্থানীয়দেও সহযোগীতায় তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষনা করেন।

স্থানীয়রা জানান, ধারনা করা হচ্ছে ছোট ভাই ইসমাইল হোসেন ইউসুফ মাছের প্রজেক্টের পাশ দিয়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে গেলে বড় ভাই তামীম আহম্মেদ তাকে উদ্ধার করতে যায়। এসময় দুই ভাই পানিতে ডুবে মৃত্যু হয়। প্রজক্টেরর পাশ দিয়ে চলাচলের রাস্তা অরক্ষিত অবস্থায় থাকায় স্থানীয় শিশুরা সবসময় ঝুকির মধ্যে চলাফেরা করে। ২০২২ সালের এই দিনে ৫০ বছর বয়সী এক নারী কিবরিয়ার ওই প্রজেক্টের পানিতে পড়ে গিয়ে মৃত্যু হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্ত্যবরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, দুপুর দেড়টার দিকে ওই দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

এইচআর