খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ মো. রফিকুল ইসলাম বাবু (২৩) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গাঁজা পরিবহণকৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শনিবার রাতে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর দিক-নির্দেশনায় বর্তমান পরিস্থিতিতে অত্র জেলার সামাজিক, আর্থিক জীবন যাত্রা স্বভাবিক রাখার লক্ষ্যে এবং আইন শৃঙ্খলা পরিবেশ সমুন্নত রাখার লক্ষ্যে খাগড়াছড়ি জেলা পুলিশ সর্বদা সচেষ্ট।
এরই ধারাবাহিকতায় দীঘিনালা থানার উপ-পরিদর্শক (এসআই নিঃ) মো. নজরুল ইসলাম অফিসার ফোর্সসহ দীঘিনালা থানা এলাকায় রাত্রীকালীন টহল ডিউটি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালীন প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানাধীন ১নং মেরুং ইউপির কাউন্সিল টু জালবান্দা ইটের সলিং সড়কের ছোট মেরুং ৪নং কলোনী জামে মসজিদের পূর্ব পার্শ্বে রাস্তার উপর মোটরসাইকেল যোগে গাঁজা পরিবহনের সময় আসামি মো. রফিকুল ইসলাম বাবু (২৩)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি হলেন-মো. রফিকুল ইসলাম বাবু (২৩) জেলার দীঘিনালা উপজেলার বেতছড়ি, পশ্চিম পাড়া, এলাকার বাসিন্দা মো. সামছুল হক এর ছেলে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী জানান, আসামির বিরুদ্ধে মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে আসামি যথা সময়ে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।
এইচআর