নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ৩০ জনের অধিক নেতা আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডে আবেদন করেছিলেন। তাদের মধ্যে থেকে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে কে কে মনোনয়ন পাবেন তা নিয়ে সেইসব নেতাদের কর্মী-সমর্থকদের মধ্যে আবেগ আর উচ্ছ্বাসের কমতি ছিল না।
অবশেষে রোববার সব জল্পনা-কল্পনার অবসান হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে তিনটি সংসদীয় আসনে নৌকার মাঝি হয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মু. জিয়াউর রহমান, জেলা আওয়ামী লীগর সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। অর্থাৎ বর্তমান এমপিদের ওপরেই ভরসা রাখা হয়েছে।
তদের মধ্যে ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ৪৩, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসন, মু. জিয়াউর রহমান ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসন ও মো. আব্দুল ওদুদকে ৪৫, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে নৌকা প্রতীয়ক নিয়ে লড়াইয়ে নামছেন।
রোববার বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারাদেশের ৩০০ আসনের আওয়ামী লীগের সংসদীয় বোর্ডে মনোনীত চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন।
এআরএস