বরগুনায় নৌকার প্রার্থীকে গণসংবর্ধনা

বরগুনা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৩, ০৪:৩১ পিএম
বরগুনায় নৌকার প্রার্থীকে গণসংবর্ধনা

বরগুনা-১ (বরগুনা সদর আমতলী-তালতলী) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। আজ মঙ্গলবার আমতলী চৌরাস্তায় কয়েক হাজার নেতা-কর্মীদের উপস্থিতিতে তাকে গণসংবর্ধণা দেয়া হয়। 

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসন থেকে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেতে ২২ জন স্বাম্ভব্য প্রার্থী মনোনয়ন ফরম  জমা দেন।

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সাংসদ অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে মনোনয়ন দেন।

এ উপলক্ষে আমতলী উপজেলাবাসীর পক্ষ থেকে বাঁধঘাট চৌরাস্তায় প্রধান অতিথি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গণসংবর্ধনা দেয়া হয়।

আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে গণসংবর্ধনায় বক্তব্য রাখেন, বরগুনা জেলা আওয়ামী লীগ সাবেক সহ সভাপতি হুমায়ুন কবির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বরগুনা পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা, বরগুনা জেলা যুবলীগ সভাপতি রেজাউল করিম এ্যাটম,  তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি-উল কবির জোমাদ্দার, সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান তনু, বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান, আমতলী পৌরসভার সাবেক মেয়র নাজমুল আহসান নান্নু, আমতলী পৌর আওয়ামী লীগ সভাপতি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জিএম মুছা প্রমুখ।

এর আগে নির্বাচনী এলাকার পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া নামক স্থানে কয়েক হাজার নেতা-কর্মী জমায়েত হয়ে অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা ও গাড়ি বহরে তিনি আমতলী চৌরাস্তায় গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। 

প্রধান অতিথি সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল মতভেদ ভুলে নৌকায় ভোট দিতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দক্ষিনা লের উন্নয়নের রুপকার। এ উন্নয়নের অগ্রযাত্রা অব্যহত রাখতে হলে আবারো তাকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।

এআরএস