জলঢাকায় স্বামী-স্ত্রীসহ ১২ জনের মনোনয়ন দাখিল

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৩, ০৭:২২ পিএম
জলঢাকায় স্বামী-স্ত্রীসহ ১২ জনের মনোনয়ন দাখিল

সংসদীয় আসন ১৪ নীলফামারী-৩ জলঢাকা আসনে স্বামী-স্ত্রীসহ ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল ৪টা পর্যন্ত ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট জমা দেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ৬ জন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য(জাপা) কাজি ফারুক কাদের, কেন্দ্রীয় যুবলীগ ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল,জেলা যুব মহিলা লীগ সহ-সভাপতি ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম মোস্তফার স্ত্রী মার্জিয়া সুলতানা, জেলা বঙ্গবন্ধু পরিষদ সাধারন সম্পাদক রোকনুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সাঈদ শামীম,উপজেলা সাবেক যুবলীগ যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির হুকুম আলী মনোনয়ন পত্র জমা দেন।

অপরদিকে, আওয়ামীলীগ মনোনীত অধ্যাপক গোলাম মোস্তফা, জাসদ (ইনু) অধ্যাপক আজিজুল ইসলাম, বাংলাদেশ কল্যাণ পাটি ডা. বাদশা আলমগীর, গণতন্ত্রী পাটি মোজাম্মেল হক, তৃণমূল বিএনপি খলিলুর রহমান, জাতীয় পাটি রানা মোহাম্মদ সোহেল দলীয় মনোনয়ন নিয়ে তাদের মনোনয়ন পত্র জমা দেন।

এইচআর